মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে বাজার বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে ইন্দুহাটি সরকারী প্রাথকি বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খোলোয়াড় নির্বাচিত হয় ইয়াছিন।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ভুমসারা প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়ার নির্বাচিত হয় আমেনা।
পুষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন শাহীন, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা প্রমুখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।
পরে অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেয়।