মুকসুদপুরে প্রাথমিক শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলন

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

“নিয়ম কানুন মানবো, নিরাপদ সড়ক গড়ব” এই স্লোগান কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছে। সোমবার সকালে উপজেলার প্রধান প্রধান সড়কের পাশে দাড়িয়ে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছে। মুকসুদপুর উপজেলার ১০নং নগর সুন্দরদী স্কুলের সামনে ঢাকা -খুলনা মহাসড়কের পাশে দাড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে মানব বন্ধন করে। এসময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাসলিমা আলী, মুকসুদপুর উপজেলা সহ-শিক্ষা অফিসার ঝিল্লুর রহমান, সহ-শিক্ষা অফিসার প্রশান্ত মন্ডল, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম রাজু, প্রধান শিক্ষক রেহানা আক্তার, সহকারী শিক্ষক মাহামুদা , কল্পনা মন্ডল, মিল্টন কুন্ডু প্রমুখ । সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়কের পাশে দাড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে মানব বন্ধন করে শিক্ষার্থীরা ।

পূর্ববর্তী নিবন্ধসরকারের ধারাবাহিকতা চায় সৌদি আরব : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসংলাপের সময় নেই:  কাদের