মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে ৬টি ঘর ভাংচুর লুটপাট

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ৬টি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার বিকালে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের কাওইনিয়া গ্রামে এঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজন ৬টি ঘর ভাংচুর করে প্রায় প্রায় ৯লাখ টাকার ক্ষতি ও একটি দোকান ভাংচুর করে ১লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানাযায় কাওইনিয়া গ্রামে জাফর মিয়া গ্রুপ ও মানোয়ার মেম্বার গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

তারই জের ধরে জাফর মিয়ার গ্রুপের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে মানোয়ার মেম্বার গ্রুপের লোকজন। ভুক্তভোগী জাফর মিয়া জানান মানোয়ার মেম্বারের নের্তৃত্বে বীরু মৃধা, ফাহিম মৃধা, মিলন মিয়া, রিয়াজ মিয়াসহ তাদের গ্রুপের লোকজন এই ভাংচুর লুটপাট চালায়। তিনি আরো জানান এবিষয়ে মুকসুদপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে । উল্লেখ্য সরকারের দেয়া জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় পাওয়া হতদরিদ্র গোলাপ মিয়ার ঘরটিও ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এবিষয়ে বহুগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহেলশেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে ৫টি ঘর ভাংচুর লুটপাট
পরবর্তী নিবন্ধরেলে যাত্রী পরিবহনে স্বাস্থ্য অধিদফতরের ১৪ নির্দেশনা