মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে মতবিনিময় সভা করেছে গোপালগঞ্জের নব-নিযুক্ত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পি পি এম -সেবা)। বৃহস্পতিবার সকালে মুকসুদপুর থানার আয়োজনে থানা কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র এ এসপি (মুকসুদপুর সার্কেল) আনোয়ার হোসেন ভুইয়া, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমান। অনুষ্ঠান পরিচলানা মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া।
এসময় গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা মুকসুদপুর থানা চত্বর ঘুরে দেখেন। মুকসুদপুর থানায় কর্মরত পুলিশ সদস্যদের সমস্যা সমাধানে আশ্বস্ত করেন এবং মুকসুদপুর থানার উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।