মুকসুদপুরে পুলিশ কনেস্টবল নিয়োগ নিয়ে ভিডিও প্রর্দশনী

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশ কনেস্টবল নিয়োগ নিয়ে ভিডিও প্রর্দশনী করেছে মুকসুদপুর থানা পুলিশ। দুর্নীতি স্বজনপ্রীতি বিহিন পুলিশ কনেস্টবল নিয়োগে পুলিশ সদর দপ্তর হতে প্রেরিত একটি ভিডিও সোমবার সকালে উপজেলার সরকারি মুকসুদপুর কলেজে এই ভিডিও প্রর্দশনীর উদ্বোধন করেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া। ভিডিওতে ১৩ মিনিটের ভিডিওতে পুলিশ কনেস্টবল নিয়োগের যাবতীয় ধাপ, এবং দালাল বা প্রতারক মুক্ত থাকার আহবান জানানো হয়।
করোনা বিধি নিষেধ মেনে ওই ভিডিও প্রর্দশনী সময়ে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সরকারি মুকসুদপুর কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান ড. কবির আহমেদ, কলেজ শিক্ষক ফোরামের সম্পাদক ফিরোজ আহমেদ, কলেজ শিক্ষক মাহাবুব হাসান সাগর, মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার গোবিন্দ লাল দে কলেজ ছাত্রলীগ সভাতি জব্বাররুল আলম মাহফুজ, সম্পাদক নাইম কাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিডিও প্রর্দশনীতে মুকসুদপুর কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী অবলোকন করেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে বাইক পোড়ালেন পাঠাও চালক
পরবর্তী নিবন্ধহবিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত