মুকসুদপুরে পাওয়ার টিলারের নিচে চাঁপা পড়ে কলেজ ছাত্র নিহত

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওয়ার টিলারের নিচে চাঁপা পড়ে কলেজ ছাত্র ইমন শেখ নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দখল দুয়ার গ্রামে নিজের পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময়ে পাওয়ার টিলার উল্টে গেলে সে নিচে চাঁপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে না পেরে মুকসুদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে পাওয়ার টিলারের ফলা কেটে বের করে মুকসুদপুর হাসপাতালে আনে। এসময় মুকসুদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেলে নেয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়। মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার জানায় পাওয়ার টিলার উল্টে গেলে ইমনের পা এবং মাজা ক্ষতবিক্ষত হয়। ইমন দখল দুয়ার গ্রামের স্কুল শিক্ষক মাইন উদ্দিন শেখের ছেলে। ইমন মুকসুদপুর কলেজের এইচএসসি ২য় বর্ষে শিক্ষার্থী এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা। ইমনের মৃত্যুতে তার পরিবার এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ইজতেমায় বৃহত্তম জুমার নামাজ আদায়
পরবর্তী নিবন্ধমোবাইলে প্রেম থেকে বিয়ে, যৌতুকের দাবিতে হত্যা