মুকসুদপুরে নতুন ৩ করোনারোগী সনাক্ত

মেহের মামুনঃ মুকসুদপুর উপজেলায় নতুন করে আরো তিন করোনারোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে মুকসুদপুরে মোট ৩৪ জনের শরীরে করোনাভাইরাস-এর অস্তিত্ব মিলেছে। আক্রান্তদের মধ্যে ২০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। হোম আইসোলেশনে আছে ১৩জন। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত আইসোলেশনে আছে ১জন। এ তথ্য নিশ্চিত করেছেন মুকসুদপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রিজভী আহম্মদ। জানা যায়, ২৬ মে মঙ্গলবার মুকসুদপুর উপজেলার ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর পরে ২৮ মে বৃহস্পতিবার ৩ জনের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়। এদের মধ্যে একজন মুকসুদপুর পৌরসভার বাসিন্দা ১জন এবং দুজন দিগনগর ইউনিয়নের ২জন। মুকসুদপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিজভী আহমাদ জানান, মুকসুদপুরের করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তবে যে রোগী পজিটিভ এসেছে তিনি অনেককেই ঝুকির মধ্যে ফেলেছেন। উপজেলা বাসীর সতর্ক হওয়া অত্যন্ত জরুরী। তিনি আরো জানান, আমাদের সকলকে আরো বেশি সর্তক থাকতে হবে এবং নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসেনাবাহিনীর নিয়ন্ত্রণে গণপরিবহন চালুর দাবি
পরবর্তী নিবন্ধ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন: রেলমন্ত্রী