মুকসুদপুরে নগর পরিচালনায় সম্ভাব্যতা যাচাই শীর্ষক কর্মশালা

মেহের মামুন, (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনস্থ মিউনিসিপ্যাল গভর্নেন্স এ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ভবিষ্যতে বাংলাদেশে নগর পরিচালনার জন্য সম্ভাব্যতা যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শনিবার সকালে মুকসুদপুর পৌরসভা কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌর সভার মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র নগর পরিকল্পনাবিদ আল আমীন নূর, গর্ভনেন্স এন্ড ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ আতাহার আলী, নগর অবকাঠামো উন্নয়ন বিশেষজ্ঞ হারুন অর রশিদ, পরিবেশ বিশেষজ্ঞ নুরুল হক উপল, সোস্যল ডেভেলপমেন্ট এন্ড রিসেটেলমেন্ট বিশেষজ্ঞ রাউফুন বসুনিয়া, সিভিল ইঞ্জিনিয়ার মিসবাহ মুসতাবসির ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র নুর আসাদ মৃধা, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, পৌরসভার সচিব হুমায়ুন কবিরসহ পৌর পরিষদের কাউন্সিলর, কর্মকর্তা বৃন্দ এবং দরিদ্র শ্রেণির প্রতিনিধিগণ।
মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া জানান, সম্ভাব্যতা যাচাই প্রকল্পের আওতায় ৬টি সিটি কর্পোরেশন ও ৮৫ টি পৌরসভায় প্রায় ৭ হাজার কোটি টাকার সাব-প্রজেক্ট কাজ রাস্তা, ড্রেন, পৌরসভার আয় বৃদ্ধির জন্য বহুতল ভবন বিশিষ্ট সুপার মার্কেট, কিচেন মার্কেট, কমিউনিটি হল, ফুট ওভার ব্রিজ নির্মাণ, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ এবং দরিদ্র মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রকার উন্নয়ন কাজ বাস্তবায়িত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদিল্লি সফরে যাচ্ছেন শেখ রেহানা
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে তিন শিশু সন্তানকে বিষ পানে হত্যার চেষ্টা মাদকাশক্ত পিতার