মুকসুদপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এসওডি’র আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ জুন) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান। উপজেলা পরিষদ হলরুমে উক্ত প্রশিক্ষণে দুর্যোগ বিষয়ক আদেশাবলীর পটভূমিকা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম, যুগ্ম সচিব, রিসোর্স পার্সন হিসাবে প্রশিক্ষন পরিচালনা করেন।

প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফাইজুল ইসলাম। অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান গ্রুপের ধরন, দায়িত্ব-কর্তব্য, দুর্যোগ বিষয়ে নদী ও সমুদ্র বন্দরের জন্য সংকেত সমূহ, সতর্কীকরণ পতাকা উত্তোলন এবং দুর্যোগ ব্যবস্থাপনা নীতি ও জাতীয়নীতি আন্তর্জাতিক কাঠামোসহ ২০১৯ এসওডি’র স্থায়ী আদেশবলীর আলোকে দায়িত্ব ও কার্যাবলির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসি বিশ্বাস দুর্গা সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত