মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, সংবাদদাতা
‘বন্ধ হলে দুর্ণীতি, উন্নয়নে আসবে গতি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল রবিবার সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সহকারি কমিশনার ভুমি আক্তার হোসেন শাহিন, থানার ওসি মোস্তফা কামাল পাশা, চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, মনিরুজ্জামান মোল্যা, সিরাজুল ইসলাম, ওবাইদুল ইসলাম, বাংলার নয়ন সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, ভোরের কাগজের সাংবাদিক কাজী ওহিদুল ইসলাম, দৈনিক জনতা প্রতিনিধি শহীদুল ইসলাম, নবরাজ প্রতিনিধি হাদিউজ্জ্মাান প্রমুখ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মুক্তিযোদ্ধা হাফিজুল হক চোকদার, সরদার মজিবুর রহমান, রাজনৈতিক ব্যাক্তি দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন। দুর্নীতি প্রতিরোধে সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।