দেলোয়ার হোসেন ,মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি:
মুকসুদপুরে হাসপাতালের স্যানিটারী ইন্সেপেক্টর সদর দুধ বাজারে অভিযান করে ২শ২০কেজি পাউডার ও পানি মিশ্রিত দুধ আটক করার পর এতিমখানার বিতরণ করে দেয় শিক্ষাথীরা দুধ পেয়ে খুশি হয়। উপজেলা পর্যন্ত অঞ্চল থেকে সদর বাজারে বেশী দামে ৮০ থেকে ৯০ টাকা দরে কেজি বিক্রি করে প্রতিদিন বাজারে পাউডার ও পানি মিশ্রিত দুধ বিক্রি হচ্ছে। ২৭অক্টোম্বর শনিবার সকালে সদর বাজার খাদ্যে ভেজাল নিয়স্ত্র অভিযানে মেশিনের সাহায্য দুধ পরীক্ষা করে প্রতি কেজি দুধের মধ্যে ২৫০থেকে ৩শ গ্রাম পানি মিশ্রিত ধরা পড়ে ৫০জনের দুধ আটক করে।আটকৃত হলো আব্দুল রহিম, দুলাল মৃধা,সলেমান,মান্দার শেখ,স্বপ্ন শেখ,মিজান কাজি, ইসমাইল ,ওমর আলী,হাফিছ,রিজাউল,বাকা সরদার,রহমান,নজরুল, লাবলু সলেমান, রোকেয়া,বিল্লাল, টুটুল, পলি, প্রমুখ। অভিযান পরিচালনা করেন উপজেলা হাসপাতালের স্যানিটারী ইন্সেপেক্টর জাহিদল ইসলাম জিয়া মুন্সী ও এসআই টি কাওছার আহমেদ।