মুকসুদপুরে দুদকের অর্থায়নে বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

মেহের মামুন ( গোপালগঞ্জ ) সংবাদদাতা:

সততা, মানবতা অর্জন, বিবেকের জাগরণ চর্চা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের আয়োজনে, মুকসুদপুর উপেজলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায়, দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা স্টোরের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন শাহীন, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আলী খান, পশারগাতী ইউপি চেয়ারম্যান এস এম কামরুল হাসান স্বপন, এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী আরিফুল ইসলাম রিপন, পশারগাতী ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মুহাম্মদ আবু সালেহ, পশারগাতী ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলিমুজ্জামান সাইফুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন। সভা প্রধান ছিলেন এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধীর সরকার।
উল্লেখ্য সততা স্টোরে বিদ্যালয় শিক্ষার্থীদের প্রয়োজনীয় ৪০টি আইটেমের পণ্য থাকবে কিন্তু কোন বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য নিয়ে নির্দিষ্ট মূল্য নিজেরা বাক্সে রেখে যাবে। সততা স্টোর বিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা তৈরিতে ভুমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারনা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধরাজনৈতিক প্রভাবে নদী দখলকারী পার পাবে না: প্রতিমন্ত্রী