মুকসুদপুরে দরীদ্র জেলেদের মাঝে উপকরণ বিতরণ

?

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে দরীদ্র জেলেদের মাঝে উপকরণ বিতরণ ২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরীদ্র জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান এর উপকরণ বিতরণ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ৪অক্টোম্বর বুধবার সকালে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু”র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া,বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা. উপজেলা প্রকৌকশলী আব্দুল্লাহ-আল-রাশেদী,উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন শেক ,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ খাইরুল ইসলাম পাভেল সাংবাদিক ছিরু মিয়া প্রমুখ।আলোচনা শেষে অতিবৃন্দরা ২০জন দরীদ্র জেলেদের মাঝে ৪০ টি ছাগল ২০টি ঘর ৩৩ কেজি ভ‚সি তুলে দেন ।

পূর্ববর্তী নিবন্ধজিএসপি প্লাস পেতে শ্রম আইন সংশোধনের তাগিদ
পরবর্তী নিবন্ধমূল্যস্ফিতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি আরও সংকোচনমূলক করার পক্ষে মত ড. আতিউর রহমান