মুকসুদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা নিহত

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
গোপালগঞ্জের মুকসুদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কোন্দলে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩ জুন রোববার বিকালে উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামে। নিহত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শেখ (৭০) ঘোড়াশাল সার কারখানার অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর।
এলাকাবাসি ও পুলিশ জানায়, মুকসুদপুর উপজেলার মুনিরকান্দি গ্রামে বাড়ির পাশে রাস্তায় ভ্যানগাড়ি রেখে চাউলের বস্তা নামানোকে কেন্দ্র করে রোববার সকালে সবুজ শেখ ও আল-আমিন মাতুব্বরের সাথে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এ ঘটনার জের ধরে বিকালে প্রতিপক্ষরা সানেকা বেগম (৭০) নামে একজনক মহিলাকে মারধোর করে। এসময় মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শেখ (৭০) মারামারি ঠেকাতে গেলে প্রতিপক্ষরা তাকেও মারধোর করে এবং মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শেখ আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, প্রাথমিক ভাবে লাশের গায়ে কোন চিহৃ পাওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।

 

পূর্ববর্তী নিবন্ধআসন্ন বাজেটে নতুন করে কর আরোপ নয় : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধকুষ্টিয়ায় ছাত্রলীগ নেতা পিয়াস হত্যায় একজনের মৃত্যুদণ্ড