মুকসুদপুরে তিন ডাকাত গ্রেপ্তার

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ২ টার দিকে জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ভূমি অফিসের পিছন থেকে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলো-ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দৈব্য নন্দনপুর গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে আলমগীর শেখ (৩৯), একই জেলার মধুখালী উপজেলার ছোন্দাপাড়া গ্রামের আজাদ মৃধার ছেলে মনির মৃধা (৩০ ) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ঝুটি গ্রামের মৃত কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৩৬)।

মুকসুদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক জহুরুল ইসলাম জানিয়েছেন, রাতে এলাকাবাসীর খবরের ভিত্তিতে জানতে পারি ওই স্থানে বেশ কয়েকজন ডাকাত সদস্য একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ৩ ডাকাত সদস্যকে ধরতে পেরেছি। বাকি আরো ৩/৪জন ডাকাত সদস্য এসময় পালিয়ে যায়। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃতরা ডাকাতির ঘটনা স্বীকার করেছে। পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পর আজ শনিবার আদালতের মাধম্যে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটনের টিভি বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি
পরবর্তী নিবন্ধলঘুচাপ : সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত