মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

“সোনার বাংলায় মুবিজ বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে” এই স্লোগনকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আযাদ, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শিহাবউদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার প্রযিত রায়।

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে মাদক বিরোধী অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার আন্তরিক নয়: পররাষ্ট্রমন্ত্রী