মুকসুদপুরে জাতীয় কিশোর কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন গোপালগঞ্জ মুকসুদপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের মুকসুদপুরে জাগিয়া উঠিল প্রান মেধা ও মনেন সুন্দর আগামী এই স্লোগান সামনে রেখে সাংস্কৃতিক ও ক্রীড় কর্মসূচি আওতায় জাতীয় কিশোর কিশোরী সম্মেলন উপজেলা পর্যায়ে প্রতিযোগীতা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) উদ্যোগে প্রতিযোগীতার বিষয় ছিল। নৈতিকতা ওমূল্যবোধ সৃজনশিল লেখে বুদ্ধিমত্তা নেতৃেত্ব যাচাই গুনোবলী উপর অনুষ্ঠিন হয়।১৩ মে রবিবার সকালে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় সভা কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদার প্রধান অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মমূচী (বিজ) মামুনুর রশিদ। প্রতিযোগীতার বিচারক হিসাবে ছিলেন মুকসুদপুর সরকারী কলেজের প্রভাষক অমল কৃষ্ণ দাস,বোয়ালীয়া নেজামুদ্দীন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সালিনাবক্স উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সী মৌলভী আব্দুল হাই মেমেরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাকির হোসেন এস,জে উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক রবিন্দনাথ বিশ্বাস কোলদিয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক শাহা মোহাম্মাদ ইলিয়াস মুকসুদপুর ফাজিল মাদ্রাসা সহকারী শিক্ষক মাহাবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলয়না করেন শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মুন্সী নুরুআলম।উপজেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠিনের ২টি কলেজ ৬টি উচ্চ বিদ্যালয় ২টি মাদ্রাসা ১শ শিক্ষাথীরা অংশ গ্রহন করেন। প্রতিযোগীতায় ১০শিক্ষাথী বিজয় হয়। লাবন্য, সালাউদ্দীন জেরিন তাসমিন, তাবচ্চুম, মাশরুবা মেহাজান, শিহাব, শিলা খানম, সাদিয়া আফরিন, মেহেদী হাসান, নাজিউর হাসান এরা সবাই জেলা পর্যায় আগামি প্রতিযোগীতায় অংশ নেবে।

 

পূর্ববর্তী নিবন্ধখুলনা সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা মধ্যরাতে শেষ
পরবর্তী নিবন্ধবার্সেলোনাকে পাঁচ গোল দিল লেভান্তে!