মুকসুদপুরে জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের সাথে তাল মিলিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন ঘোষনার পরে মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর আগে উন্নয়ন মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাসলিমা আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন শাহীন, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মাহমুদুর রহমান, মুকসুদপুর থানার ওসি তদন্ত ইদ্রিস আলী, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি শহিদুল ইসলাম বেলায়েত, সহ-সভাপতি সোহরাব উন নুর ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, মুকসুদপুর পল্লী বিদ্যুৎ ডিজিএম মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান , একটি বাড়ি একটি খামার অফিসার মো. ফরিদুল ইসলাম প্রমুখ। এবারের মেলায় সরকারী বেসারকারী দপ্তর মিলে মোট ৪৫ টি ষ্টল অংশগ্রহণ করেছে। মেলা চলবে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র
পরবর্তী নিবন্ধকমনওয়েলথের জবাব দেবে বিএনপি : ফখরুল