মুকসুদপুরে জাতীয় ইদুর নিধন অভিযান উদ্বোধন

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে মাসব্যাপি জাতীয় ইদুর নিধন অভিযান উদ্বোধন উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করে।”আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইদুর নিধন করি এই স্লোগান সামনে রেখে ২৩ অক্টোবর বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মনিউজ্জামান সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্ল্যা ,মহিলা ভাইস-চেয়ারম্যান তাপসী বিশ্বাস দুর্গা,উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার খারুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার উজ্জল সাহা উদবিত্ত সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ, কৃষি উপসহকারী অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।সভা সঞ্চলয়না করেন কৃষি সম্প্রসারণ অফিসার চৌতনো পাল আলোচনা শেষে সভাপতি ইদুর নিধন অভিযান উদ্বোধন ঘোষনা করেন।

পূর্ববর্তী নিবন্ধ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা
পরবর্তী নিবন্ধক্রিকেটারদের সঙ্গে আলোচনায় প্রস্তুত: বিসিবি সভাপতি