মুকসুদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


মুকসুদপুর, গোপালগঞ্জ, প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এ্যাডভোকেসি সভা ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ১ জুন শনিবার এই ক্যাম্পেইনে উপজেলার ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী মো: আজিজুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার এস আই শামিম আল মামুন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার বিভাশ চন্দ্র বসু, উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইফুল ইসলাম, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজিয়াত আলম জুথি।

পূর্ববর্তী নিবন্ধদস্যুতা না ছাড়লে কাউকে ক্ষমা করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধশেয়ারবাজার সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে: সালমান এফ রহমান