মুকসুদপুরে গ্লাডিওলাস ফুলের বানিজ্যিক চাষ

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ,

গোপালগঞ্জের মুকসুদপুরে বানিজ্যিকভাবে গ্লাডিওলাস ফুল চাষের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৪ নভেম্বর সকালে উপজেলার গোবিন্দপুরে এই ফুলের বানিজ্যিক চাষের লক্ষ্যে বীজ বপন উদ্বোধন করা হয়। এছাড়াও এই প্রথম এ উপজেলায় বানিজ্যিকভাবে গাঁধা ফুল চাষ করা হচ্ছে। গোবিন্দপুর গ্রামের কৃষক মামুন ফকির প্রায় ২ বিঘা জমিতে এই ফুলের বানিজ্যিক চাষ করছেন।

বীজ বপন উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বাউদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন উপ-সহকারি কৃষি অফিসার রিজভী শাহারিয়ার।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু জানান, বানিজ্যিক ফুল চাষ করায় কৃষককে সাধুবাধ জানাতে হয়। সে ফুল চাষে ভালো কিছু করতে পারলে অনেক কৃষকই ফুল চাষে আগ্রহী হবে।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বাউদ্দিন জানান, এই উপজেলার মাটি খুবই উর্বর। এখানে সব ধরনের ফসলেইর ভালো উৎপাদন হয়। বানিজ্যিক এই প্রথম মুকসুদপুরে গ্লাডিওলাস ও গাঁধা ফুলের চাষ করা হচ্ছে। আশা করা যায় কৃষক উৎপান ভালো হলে কৃষক লাভবান হবেন।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলের ইতিহাসের সেরা দলবদল, গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক
পরবর্তী নিবন্ধব্রাজিলকে উড়িয়ে প্রথমবার সেমিফাইনালে আর্জেন্টিনা