মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপন

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষ্যে মুকসুদপুর উপজেলার বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক মুকসুদপুর শাখা অফিস তাদের গ্রাম পর্যায়ের সদস্য প্রতি ২ টি ফলজ গাছের চারা বিতরণ ও রোপন করেছে। শুক্রবার সকালে মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামে তাদের সদস্যদের মাঝে এই চারা বিতরন ও রোপন কার্যক্রম উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মোহাম্মদ হেলাল উদ্দীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, গ্রামীণ ব্যাংক মুকসুদপুর শাখা ম্যানেজার সৈয়দ রিয়াদুল ইসলাম, গ্রামীণ ব্যাং কর্মকর্তা দেলোয়ার হোসেন, তারিকুল ইসলাম, নিজামউদ্দীন, ফরিদ মিয়া প্রমুখ। গ্রামীণ ব্যাংক মুকসুদপুর শাখা ম্যানেজার সৈয়দ রিয়াদুল ইসলাম জানান ব্যাংকের পক্ষ থেকে মুজিব বর্ষের বিশেষ কর্মসুচী হিসেবে মুকসুদপুর এলকায় মোট ৬৮ হাজার গাছের চারা বিনামুল্যে বিতরন রোপন এবং এই গাছের চারা রক্ষণাবেক্ষণ করার জন্য বিশেষ তাগিদ দেয়া হয়েছে ।

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে পাঁচ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধকরোনার চিকিৎসায় কাজ করছে না রেমডেসিভির