মুকসুদপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে রিক্তা বেগম (২৫)নামের গৃহবধুকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার রাত ২ টার দিকে মুকসুদপুর উপজেলা পরিষদের বাসায় ওই গৃহবধুকে কে বা কারা তাকে জবাই করে চলে যায়। পরে রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
নিহত রিক্তা বেগমের স্বামী মোর্তুজা মোল্যা মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসের নৈশ প্রহরী। মিথিলা আক্তার লিমা নামে তার ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন, রোববার রাত ২ টার দিকে নৈশ প্রহরী মোর্তুজা মোল্যার বাসায় কে বা কারা ঢুকে তার স্ত্রী রিক্তা বেগমের গলা কেটে চলে যায়। এ সময় সে গলা কাটা অবস্থায় ৩ বছরের শিশু কন্যাকে নিয়ে রুম হতে বের হয়ে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে করে তাকে প্রথমে মুকসুদপুর উপজেলা হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। একই সাথে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান এসময় ঘরের কিছু আসবাবপত্র এলোমেলো দেখা যায়। এছাড়া রান্না ঘরের পাশের একটি জানালা ভাঙ্গা পাওয়া যায়।
নিহতের চাচা আল আামিন মোল্যা জানিয়েছেন, ৫ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামের ইমান উদ্দিন ওরফে বাসু মোল্যার ছেলে মোর্তুজা মোল্যার সাথে একই উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামের নুর আলম মোল্যার মেয়ে রিক্তা বেগমের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই টাকা পয়সাসহ খুঁটিনাটি বিষয় নিয়ে মোর্তুজার সাথে শশুর বাড়ির লোকজনের বিরোধ ছিলো। সম্প্রতি এ বিরোধ চরম আকার ধারণ করায় মোর্তুজা তাকে গলা কেটে হত্যা করছে বলেও তিনি দাবী করেন।
পুলিশ হেফাজতে থাকার সময়ে নিহতের স্বামী মোর্তুজা মোল্যা জানায় ঘটনার সময় আমি ইউএনও বাসভবনের পাশে ডিউটিতে ছিলাম। অফিসের সিনিয়র সহকর্মী নওশের মিয়ার চিৎকারে বাসার কাছে গেলে আহত অবস্থায় আমার স্ত্রী রিক্তাকে পাই। তাৎক্ষনিক ভাবে ইউএনও স্যারের সহযোগিতায় তাকে ফরিদপুর মেডেকেল কলেজ হাসপাতালে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আমার সুখের সংসার ছিল। কোন দাম্পত্য কলহ ছিল না।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আবু নাঈম মোহাম্মদ মারুফ খান জানিয়েছেন, খবর পেয়েই গভীর রাতে আমি ঘটনাস্থলে যাই। অবস্থা খারাপ দেখে আমি নিজেই কয়েকজন সহকর্মী নিয়ে রিক্তা বেগমকে গাড়িতে করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে ও পরে তাকে ফরিদপুর মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি মারা যান।
সর্বশেষ খবের জানাগেছে নিহত রিক্তা বেগম পিতা নুর আলম মোল্যা বাদী হয়ে মুকসুদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী এ ব্যাপারে তদন্ত এবং আসামী গ্রেফতার প্রয়োজনে পুলিশ গোপন রাখার অনুরোধ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপিলখানা ট্রাজেডি: ১৩৯ জনের মৃত্যুদণ্ড, ১৮৫ জনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধসানি লিওনের প্রতিশোধ