মুকসুদপুরে গৃবধূকে শ্বাসরোধে হত্যা

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে এক সন্তানের জননী গৃহবধূ মনিকা বাড়ৈকে (২৫) শ্বাসরোধে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহত্যার প্রচার করার অভিযোগ উঠেছে স্বামী সজল মন্ডল ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে । শুক্রবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার ননীক্ষীর ইউনিয়নের মহিষতলী গ্রামে এ ঘটনা ঘটে । সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ খবর পেয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছে ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার মহিষতলী গ্রামের অনিল মন্ডলের ছেলে সজল মন্ডলের সাথে একই উপজেলার গুয়াবাহাড়া গ্রামের আনন্দ বাড়ৈর মেয়ে মনিকার সাথে প্রায় ৪ বছর পূর্বে বিয়ে বিয়ে হয় । বিয়ের পর থেকেই স্বামী সজলের পরক্রীয়ার জের স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল । এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত সাড়ে ৯টার সময় মনিকাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা পরে মুখে বিষ ঢেলে আতœহত্যা করেছে বলে প্রচার করে । মুমূর্ষ অবস্থায় মনিকাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে । নিহত মনিকার মা সুরোধনী বাড়ৈ জানায়, আমার মেয়ে মনিকাকে ওর স্বামী ও তার পরিবারের লোকজন শ্বাসরোধ করে হত্যা করে মুখে বিষ ঢেলে আতœহত্যা করেছে বলে প্রচার করে । এছাড়া আমার ছেলে অনন্ত বাড়ৈকে মৃত্যুর কিছুক্ষন পূর্বে মোবাইলে বলেছিল ভাই আমাকে ওরা গলাটিপে মেরে ফেলতেছে আমাকে বাচাও। আমি এ হত্যার বিচার চাই । এ ঘটনার পর স্বামী সজল ও তার পরিবারে লোকজন পলাতক রয়েছে । মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জেনে ব্যবস্থা নেওয়া হবে ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির আলোচিত রহিম বাদশা হত্যার প্রধান পরিকল্পনাকারী নাক কাঁটা জাহাঙ্গীর গ্রেফতার
পরবর্তী নিবন্ধসুন্দরবন এলাকায় ৫ শিল্প প্রতিষ্ঠানকে ছাড়পত্র