মুকসুদপুরে কৃষকের ধান কেটে দিল ইউনিয়ন আওয়ামীলীগ ও কৃষকলীগ

মেহের মামুন ( গোপালগঞ্জ) প্রতিনিধি: “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীরে কৃষকের ধান কেটে দিল ইউনিয়ন আওয়ামীলীগ ও কৃষকলীগ। ১৩ মে বুধবার সকালে উপজেলার ননীক্ষীর চান্দার বীলে শ্রীবাস মজুমদারের দেড় বিঘা জমির ধান কেটে দিয়েছে ননীক্ষীর আওয়ামীলীগ ও কৃষকলীগ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খানের অনুপ্রেরণায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের নির্দেশনায় ননীক্ষীর ইউনিয়ন আওয়ামীলীগ ও কৃষকলীগের নেতা কর্মীরা বর্গা চাষী শ্রীবাস মজুমদারের জমির ধান কেটে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, শাহীনুজ্জামান মিঞা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অনিল চন্দ্র বাড়ৈ, সাধারণ সম্পাদক আবুল কাশেম শেখ, ইউনিয়ন কৃষকলীগের সম্পাদক তপন বালাসহ ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ ও প্রত্যেক ওয়ার্ড আওয়ামীলীগ নের্তৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধকরোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে কানাডা
পরবর্তী নিবন্ধ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর