মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরন

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

মুকসুদপুরে কৃষকদের মাঝে সার বীজ, বিতরন করা হয়েছে। সরকারের কৃষি প্রণোদনা প্রকল্পের আওতায় ৩১ অক্টোবর বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রায় দেড় হাজর কৃষককে তাদের নিজ নিজ চাষ উপযোগি বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার নিটুল রায় জানিয়েছেন তাদেরপ্রাপ্ত বরাদ্দ অনুযায়ি উপজেলা পরিষদের প্রস্তাবিত ৫শ জন কৃষকে উন্নত মানের সরিসা, ২১০ জন কৃষককে খেসারি, ২৮০ জনকে মুগ ডাল, ১২৫ জনকে ভুট্টা, ১৫০ জনকে বোরো ধান, বিটি বেগুন ৮ জন কৃষককে, চীনা বাদাম ৮০ জনকে বিতরন করা হয়। বীীর এর সাথে সুষম পরিমান সকল প্রকার সারও দেয়া হয়।
বিতনের সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, সহকারি কমিশনার ভুমি আক্তার হোসেন শাহিন, উপজেলা আওয়ামীলগি সহসভাপতি আশরাফ আলী আশু, কৃষি অফিসার নিটুল রায়, কৃষি সম্প্রসারণ অফিসার উজ্জল সাহা, চৈতন্য পাল, উদ্ভিদ সংরক্ষণ অফিসার শোকহরণ মন্ডল এবং সুবিধাভোগি কৃষকরা উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের সংলাপ ৫ নভেম্বর
পরবর্তী নিবন্ধফেনীতে নৌকায় ভোট টানতে কৌশলী প্রচারণায় রোকেয়া প্রাচী