মুকসুদপুরে কর্মরত সাংবাাদিক ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে চা,চক্র

 

?

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ৫ ডিসেম্বর শনিবার বৈকালে নবাগত মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের রহমান রাশেদ সাহেবের সংঙ্গে মুকসুদপুর উপজেলায় কর্মরত জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় প্রতিনিধিরা এক চা,চক্রে মিলিত হয়েছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ –সভাপতি শহিদুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ মুকসুদপুর উপজেলা প্রতিনিধি,দৈনিক এই আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি,মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম,বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও দৈনিক নবরাজ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি,মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মো হাদিউজ্জামান হাদি,জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক,দৈনিক আমাদের সময় পত্রিকার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি,মুকসুদপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন,সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার,মুকসুদপুর প্রেসক্লাবের সদস্য হাফিজুর রহমান লেবু, মহনা টিভির মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মোঃ কবির হোসেন, সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার স্টাফ প্রতিনিধি,মুকসুদপুর প্রেসক্লাবের সদস্য আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের রহমান রাশেদ মতবিনিময় সভায় বলেন, এই উপজেলার উন্নয়নে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকদের সকল প্রকার দ্বিধা দ্বন্দ্ব ভুলে এলাকার সকলকে এক সংঙ্গে কাজ করতে হবে।তিনি মুকসুদপুর উপজেলা কে আধুনিকায়ন ও আনন্দ বিনোদনের জন্য একটি দৃষ্টি নন্দন পার্কের ব্যবস্হা করবেন বলে পরিকল্পনা করেছেন। সরকারের দায়িত্ব পালনে তিনি মুকসুদপুর-কাশিয়ানী উপজেলার উন্নয়নের রুপকার গোপালগঞ্জ ১আসনের বারবার নির্বাচিত সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল মোহাম্মাদ ফারুকখান ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৬৬