মুকসুদপুরে করোনায় মুকসুদপুর সংবাদ কর্মী ওমর আলীর মৃত্যু

মেহের মামুন ( গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে মহামারী করোনায় এম ওমর আলী (৪৮) নামে মুকসুদপুর সংবাদ কর্মীর মৃত্যু হয়েছে। ১৩ জুলাই সোমবার রাতে ফরিদপুর মেডিকেলে তার মৃত্যু হয়। এ নিয়ে করোনায় মুকসুদপুর উপজেলায় ৫ জনের মৃত্যু হলো। করোনায় মৃত্যুবরণকারী ওমর আলীর বাড়ী মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কুলাকোনা গ্রামে। তিনি পাক্ষিক মুকসুদপুর সংবাদের সংবাদ কর্মী ছিলেন। একই সংগে ওমর আলী জীবন বীমা কর্পোরেশনের মুকসুদপর শাখা ব্যবস্থাপক ছিলেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহমুদুর রহমান ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেশ কয়েকদিন আগে ওমর আলীর করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্ট দেখা দেয়। এরপর তিনি ৯ জুলাই নুমনা দেন এবং ১০ জুলাই তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। সোমবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তার গ্রামের বাড়ি পশারগাতী ইউনিয়নের কুলাকোনা গ্রামে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রসঙ্গত, এর আগে মুকসুদপুর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এনিয়ে মুকসুদপুরে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫ জনে দাড়ালো।

পূর্ববর্তী নিবন্ধ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু আজ
পরবর্তী নিবন্ধডিবি কার্যালয়ে ডা. সাবরিনা