মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ আগামি ১৭ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পালন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে এ্যাডভোকেসি সভা।”সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশুও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্য সামনে রেখে পরিবার পরিকল্পনা আলোচনা সভায় আয়োজন করে।
১৪ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম ইমাম রাজী টুলু, সভায় প্রধান অথিতি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া,মুকসুদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দূর্গা, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, প্রানী সম্পাদ কর্মকর্তা ডাঃঅভিমান্য রায়, সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম পাভেল।, অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সহ- সভাপতি ছিরু মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাহিদুর রহমান, প্রমুখ। সভা সয়ঞ্চলয়না করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শহিদুল ইসলাম।উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ।