মুকসুদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি:

“মুজিব বর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না” মাননীয় প্রধান মন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ- ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণের বিষয়ে প্রেস ব্রিফিং করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মুকসুদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এই প্রেসবিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংএ মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ প্রকল্প সর্ম্পর্কে বিস্তারিত তুলে ধরে জানান মুকসুদপুরে ৫০ গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার ।

প্রেস ব্রিফিংএ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদ সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ আসমত হোসেন,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, জাতীয় সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া,সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম, পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন,এ সময়ে উপজেলার সকল প্রিন্টস ও ইলেকট্রনিক মিডিয়ায় সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

পূর্ববর্তী নিবন্ধই-প্লাজায় ৭২৯ টাকা কিস্তিতে ওয়ালটন এসি
পরবর্তী নিবন্ধধর্ম ব্যবসায়ীরা ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে: হানিফ