মুকসুদপুরে ইউপি ভোটাদের মধ্যে উৎসবের আমেজ, চায়ের দোকানে আলোচনা-সমালোচনা

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
তৃতীয় ধাপে গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটাদের মধ্যে উৎসবের আমেজ চায়ের দোকানে আলোচনা-সমালোচনা চলছে ১৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর (রবিবার) একযোগে অনুষ্ঠিত হবে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচনী-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় এখন চলছে ব্যাপক প্রচার উৎসবমূখর পরিবেশ। প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা ,কুশল বিনিময় করছেন।
উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা, বিজয়ী করতে মরিয়া হয়ে ছুটছেন মনোনীত প্রার্থীরা, সেসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখাও স্বতন্ত্র প্রার্থীরাও বসে নেই। তৃণমূল নেতাকর্মী সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় বিরামহীন প্রচার প্রচারণা চালাছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রার্থীর ঘুম হারাম হচ্ছে। আওয়ামী লীগের নৌকা প্রতীক বরাদ্ধ পেয়ে প্রার্থীদের মধ্যে ধারনা গেথে গেছে নৌকা প্রতীক মানেই বিজয় সুনিশ্চিত।স্বতন্ত্র প্রার্থীরা ইতিমধ্যে তাদের এলাকায় আত্বীয়-শুভাঙ্খাখী মিলিয়ে সাড়া তুলছে। চেয়ারম্যান পদে বিজয় প্রত্যাশী প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা ধারনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় কোনো প্রভাব পড়বে না সুষ্ঠুভাবে নির্বাচনে তাদের জয় হবে। উপজেলা ঘুরে দেখা গেলো গ্রামের হাট-বাজার,চায়ের দোকান ও সর্বত্র প্রার্থীদের নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা ভোটারদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে অধিকাংশ ভোটার দল নয়,সুখে-দু:খে যারা এলাকার মানুষের পাশে থাকবেন তাঁদের ভোট দেবেন।
উপজেলার ১৬টি ইউনিয়নে ১শ৪৪ কেন্দ্রের ভোটার সংখ্যা ২লাখ ২২হাজার। আগামী ৫বছরের জন্য তাদের১৬ জন চেয়ারম্যান, ৪৮ জন মহিলা মেম্বার ও ১৪৪ জন সাধারণ মেম্বার নির্বাচন করার লক্ষে গোপন ব্যালটে মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান উদ্দিন জানান,১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র মোট ৭৮ জন ।সংরক্ষিত মহিলা সদস্য পদে ১শ ৮১ ও সাধারণ সদস্য পদে ৪শ ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাশবারিয়া ইউনিয়ন ভোটার ফারুক হোসেন বলেন সর্ব সাধারন মানুষের পাশে যে থাকবে তাতে ভোট দেবো।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকের যৌন লালসার শিকার দেবলীনা!
পরবর্তী নিবন্ধকাশিয়ানীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু