মেহের মামুন গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুরের আশ্রয়নকেন্দ্রে মহামারী কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্থ অসহায়, দু:স্থ, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, পিএইচপি পরিবারের সহযোগিতায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের বেজড়া আশ্রয়নকেন্দ্রের ১৮ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ১৫ টি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, সহকারী কমিশনার ভূমি আসমত হোসেন, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন মহামারী কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্থ অসহায়, দু:স্থ, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আশ্রয়নকেন্দ্রে বসবাসকারী পরিবারের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ব্যবস্থাপনায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হলো।