মুকসুদপুরে আর্সেনিকোসেস প্রতিরোধ বিষয়ক কর্মশালা

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন প্রোগ্রামের আওতায় আর্সেনিকোসিস প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উজ্জল সাহা, মুকসুদপুর থানার ইনেসপেক্টর তদন্ত ইদ্রীস আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, সাংবাদিক হায়দার হোসেন, ছিরু মিয়া, সরদার মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধশাব্বির আহমেদ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান
পরবর্তী নিবন্ধএসবিএসি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি