মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। উপজলো মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, কহলদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানম, লিপি নাসরীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমংলায় এসেছে ভারতের যুদ্ধজাহাজ
পরবর্তী নিবন্ধদেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান: কাদের