পপুলার২৪নিউজ প্রতিবেদক:
টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র গুলিতে এক বাংলাদেশী জেলে নিহত হওয়ায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাসকে ইস্যু করা এক পত্রের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে টেকনাফ সদরের মৌলভীপাড়া সীমান্ত এলাকায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে এক বাংলাদেশী জেলে নিহত হয়। এসময় গুলিবিদ্ধ হয় আরো এক যুবক।
নিহত নুরুল আমীন (২৬) পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় কবীর আহমেদের ছেলে। গুলিবিদ্ধ মতুর্জা (২৪) একই এলাকার সোনা মিয়ার ছেলে।