পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন সিনেট কমিটির শুনানিতে প্রথমবারের মতো রাখাইনে সেনাবাহিনী ‘রোহিঙ্গা নিধনযজ্ঞ’ চালাচ্ছে, এমন দাবিকে স্বীকৃতি দেয়া হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি প্যাট্রিক মারফি এ তথ্য জানান। তিনি বলেন, রাখাইন সংকটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে খুব শিগগিরই পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময় রাতে ক্যাপিটল হিলের শুনানিতে, সিনেটররা জানান- রাখাইনে গণহত্যা চালাচ্ছে মিয়ানমারের সামরিক সদস্যরা; যারজন্য তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
এছাড়া, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র স্বাভাবিক পররাষ্ট্রনীতি বজায় রাখবে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে। সিনেট কমিটির শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতা বেন কার্ডিন জানান, সেনাবাহিনী সুকৌশলে ৬ লাখের বেশি রোহিঙ্গাদের দেশছাড়া করেছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।
কমিটির চেয়ারপারসন ও রিপাবলিকান নেতা বব ক্রোকার বলেন, সহসাই মিয়ানমারের ওপর ফিরিয়ে আনা হতে পারে পূর্বের সব নিষেধাজ্ঞা ও অবরোধ।
সিনেট শুনানির পর এক সংবাদ সম্মেলনে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন প্রতিনিধি প্যাট্রিক মারফি জানান, মিয়ানমারের সেনা কর্মকর্তা ও রোহিঙ্গা সংকটের সঙ্গে জড়িতদের ওপর আসছে মার্কিন খড়গ।