পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপো গ্রান্ডি।
বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর তিনি এ আহ্বান জানান।
ফিলিপো গ্রান্ডি বলেন, এসব মানুষ রাষ্ট্রহীন থাকতে পারে না। কারণ এই রাষ্ট্রহীনতার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন, অতীতেও হয়েছেন।
শরণার্থী বিষয়ক প্রধান বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে অবশ্যই তাদের নাগরিকত্ব দিতে হবে। কোনো ফিরে যাওয়াই স্থায়ী হবে না, যদি নাগরিকত্ব দেয়া না হয়।
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে প্রায় ১০ লাখের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।