মিস ইউনিভার্সের মুকুট জিতলেন নিকারাগুয়ার শেনিস পালাসিওস

বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট মাথায় উঠেছে নিকারাগুয়ার শেনিস পালাসিওসের। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্ট।

স্থানীয় সময় শনিবার প্রতিযোগিতার জাঁকালো ফাইনালে পালাসিওকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম নিকারাগুয়ান নারী হিসেবে এই তরুণী মিস ইউনিভার্স জিতলেন। তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।

প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন। আর প্রথম রানার আপ হন থাইল্যান্ডের অ্যান্তোনিয়া পোরসিল্ড। এবার ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৮৪টি দেশ এবং অঞ্চলের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধতফসিল পেছানো যায় কি না রাষ্ট্রপতি ‘দেখবেন’: রওশন এরশাদ
পরবর্তী নিবন্ধকোহলি-রাহুলের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ভারতের