বরাবরই দেশে বিদেশী ও যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমার আগ্রাসন নিয়ে সোচ্চার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর। এবার তিনিই হিন্দি গান গাওয়ার জন্য সমালোচিত হচ্ছেন। মিশা সওদাগরের হিন্দি গান গাওয়ার একটি ভিডিও সম্প্রতি শেয়ার করা হয় ‘প্রিয়দর্শিনী অভিনেত্রী (মৌসুমী) ফ্যানক্লাব’ ফেসবুকের একটি পাবলিক গ্রুপ থেকে। সেখানেই অনেকে বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।
ভিডিওতে শত শত শ্রোতার সামনে মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে হিন্দি গান গাইতে দেখা যায় মিশা সওদাগরকে। গান গাওয়ার পাশাপাশি তিনি নেচেছেনও। মোহাম্মদ তারেক নামের এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, যেই ভদ্রলোক অমিতাভ বচ্চনের পুরনো একটি চটুল হিন্দি গান গাইছেন তিনি কে সেটা আর আমাদের খোলাসা করার দরকার নেই।
হিন্দি ছবির, যৌথ প্রযোজনা ছবির বিরোধিতা করার পর কিংবা আগেও হতে পারে এভাবে সবার সামনে হিন্দি গানের তালে নর্তন কুঁদন কতোটা দৃষ্টিনন্দন ? আমি নিজে যা করি তার বিরোধিতা করা কী আমার সাজবে ? স্ববিরোধী কাণ্ডে নিজেকে হাসির পাত্র করে কী লাভটা হচ্ছে? পরে ফেসবুকে সেটি পোস্ট করেন অভিনেতা ওমর সানিও। দুই জনেই পরে অবশ্য পোস্টটি সরিয়ে নেন।