মিশরের বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মিশরের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেল আর্জেন্টিনা। এই ম্যাচ জিতে প্রতিযোগিতায় টিকে রইলো আকাশি-নীলেরা।

ফাকুন্দো মেদিনার গোলে প্রথম ম্যাচে স্পেনকে রুখে দেওয়া মিশর অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছে ফার্নান্দো বাতিস্ততা শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। পুরো ম্যাচে মিশরের ৩ কর্নারের বিপরীতে আর্জেন্টিনা কর্নার পায় ৯টি। বলও নিজেদের পায়ে বেশি রাখে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৫৪ শতাংশ সময় তাদের পায়ে ছিল বল।

কর্নার থেকেই গোল আদায় করে নেয় বাতিস্ততা শিষ্যরা। ৫১ মিনিটের সময় একটি কর্নার পায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেয়া কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন মেদিনা। এরপর আর কোনো দল গোল করতে পারেনি কোনো দল। ফলে ১-০ জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

 

পূর্ববর্তী নিবন্ধমাস্টার-সুকানির ‘অদক্ষতায়’ পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা
পরবর্তী নিবন্ধব্রাজিলকে রুখে দিল আইভরিকোস্ট