পপুলার২৪নিউজ প্রতিবেদক: রাজধানীর মিরপুরে প্রায় অভিযানে প্রায় ৩৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার।
ডিএনসিসি থেকে জানানো হয়েছে, মিরপুর-১ নম্বর এলাকায় অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে অভিযানে প্রায় ৩৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে প্রায় ২০ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত করা হয়।
এর মধ্যে গুদারাঘাট এলাকার প্রায় ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ফলে প্রায় ১০ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত করা হয়। তাছাড়া মিরপুরের দক্ষিণ বিশিল এলাকায় ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আরো প্রায় ১০ হাজার বর্গফুট জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। এর বাইরে মিরপুর-১’র ভবঘুরে আশ্রয় কেন্দ্রের কাছে কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ প্রসঙ্গে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাজিদ আনোয়ার সাংবাদিকদের বলেন, রুটিন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মিরপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। নগরজুড়ে এই অভিযান চলছে, চলবে।