মিরপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

রাজধানীর মিরপুর থেকে শিমু (১৮) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে শাহআলী থানাসংলগ্ন এলাকার অ্যাভিনিউ মিরপুর-১ এর ‘বি’ ব্লকের ৩৩ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্বজনদের দাবি, শিমুকে হত্যা করে লাশ সিলিংফ্যানের সঙ্গে ঝুলে রাখা হয়েছে।

শিমুর চাচা মো. সায়েম বলেন, বিকালে গার্মেন্টস থেকে বাসায় ফিরে রাতের খাবারের জন্য সবজি কাটছিল। রাতে ঘরের ভেতরে এসে দেখি সবজিগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে। আর তার লাশ সিলিংফ্যানের সঙ্গে ঝুলছে।

তিনি অভিযোগ করেন, বাড়ির কেয়ারটেকার মো. মোস্তফার ছেলে ও নাতি আমার ভাতিজিকে উত্ত্যক্ত করত। কিছু দিন আগেও বিচার করে দিয়েছেন স্থানীয়রা। আমাদের সন্দেহ তাদের দিকে। এটি আত্মহত্যা নয়।

শাহআলী থানার এসআই মশিউর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

পূর্ববর্তী নিবন্ধরেনুর পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
পরবর্তী নিবন্ধধলেশ্বরীতে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে একজনের লাশ উদ্ধার