মিরপুরে ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দগ্ধ হাসানও মারা গেছেন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দগ্ধদের মধ্যে হাসানও মারা গেছেন। ২৭ মার্চের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে এ নিয়ে তিনজনের মৃত্যু হলো।

শনিবার রাত ৩টার দিকে হাসানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া।

হাসানের আগে বৃহস্পতিবার মারা যান হাসিন। তার আগের দিন মারা যায় তিন বছরের শিশু রুহি আক্তার।

রুহির শরীরে প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। আর হাসিন ও হাসানের শরীরের পুড়েছিল ৯৫ ও ৮৫ শতাংশ করে।

ওই ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে এখনও যে দু’জন বেঁচে আছেন তারা হলেন- ইয়াকুব আলী (৭০) ও ইয়াসমিন (৩৫)।

২৭ মার্চ বেলা ১১টার দিকে পল্লবীর মুসলিমবাগ এলাকার ১৯ নম্বর রোডের ৪৩/ডি নম্বর বাড়িতে রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দগ্ধ হয়েছিলেন এরা সবাই।

হাসপাতালে ভর্তি করার পরই চিকিৎসকরা জানিয়েছিলেন দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রীর প্রশংসায় ব্রিটিশ মন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন রোববার