গতরাতে পা রেখেছেন ঢাকায়। আজ সকাল থেকেই বাংলাদেশের আসল কন্ডিশনের সঙ্গে পরিচিত হয়ে গেল অজি টিম। সকাল থেকেই রাজধানীর প্রচণ্ড রোদ আর গরম অভিবাদন জানাল স্মিথ বাহিনীকে। কিন্তু রোদ দেখে ভয় পেয়ে তো হোটেলে বসে থাকলে চলবে না, তাই অজিরা বেরিয়ে পড়ল মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’। শের-ই-বাংলার মাঠে দেখার পাশাপাশি জিমনেশিয়ামে কিছুক্ষণ ঘাম ঝরালেন তারা।
দুপুরের রোদে উত্তপ্ত মিরপুরের সংস্কার হওয়া মাঠে এলেন অজি দলনেতা স্টিভেন স্মিথ এবং তার ডেপুটি ডেভিড ওয়ার্নার। খুঁটিয়ে খুঁটিয়ে উইকেট দেখলেন তারা। উইকেট সম্পর্কে যে ধারণা পেয়েছে তা হয়তো মিলিয়ে দেখলেন তারা। শের-ই-বাংলার এই উইকেটেই আগামী ২৭ আগস্ট প্রথম টেস্ট শুরু হবে।
এরপর জিমনেশিয়ামে বেশ কিছুক্ষণ ঘাম ঝরালেন স্মিথ-ওয়ার্নাররা। দীর্ঘ ভ্রমণের পরও ক্লান্তিকে পাত্তাই দিলেন না তারা।
সেই ব্যায়ামের ছবিও সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে পোস্ট করলেন ওয়ার্নার। ঢাকায় আসার আগে থেকেই এই সিরিজ নিয়ে নিজের আগ্রহের কথা সোশ্যাল সাইটে প্রকাশ করে আসছেন অজি সহ-অধিনায়ক।