নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর-১১ সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আব্দুল খলিল (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মো. খলিল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় গতকাল (সোমবার) সকালের দিকে হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অন্য ৬ জনের মধ্যে শাহজাহান ৬ শতাংশ দগ্ধ হয়। তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো বাকি পাঁচজনের চিকিৎসা চলছে।
এর আগে রোববার ভোরের দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে সকাল ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- আব্দুল খলিল (৪০), মো রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (০৪), সপ্না (২৫) ও শাহ্জাহান(৩৪)।