মিথ্যা সংবাদ মানুষের মনকে হত্যা করে-টিম কুক

পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান টিম কুক মিথ্যা সংবাদের বিপক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।

তিনি মিথ্যা রুখতে সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নজরদারি বাড়ানো এবং খড়গহস্ত হওয়ারও আহ্বান জানিয়েছেন।

কুকের মতে, মিথ্যা সংবাদ মানুষের মন ও মানসিকতাকে হত্যা করছে।

এ অবস্থায় অ্যাপল প্রধান মিথ্যা সংবাদ রুখতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় টুলস তৈরির আহ্বান জানিয়েছেন।

তবে এতে করে বাকস্বাধীনতা যাতে খর্ব না হয়, সেদিকেও নজর রাখার কথা বলেছেন কুক।

বৃটেনের এক দৈনিকে দেয়া সাক্ষাৎকারে কুক সরকার ও তার সংশ্লিষ্ট বিভাগগুলোকে মিথ্যা সংবাদ প্রতিহত করতে আরও কঠোর হওয়ার কথা বলেন।

সাম্প্রতিক সময়ে বিশেষ রাজনৈতিক ফায়দা হাসিলে স্থান-কাল-পাত্রভেদে মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। বিশেষ করে এক পক্ষ অন্য পক্ষের নেতাকে ঘায়েলে প্রপাগান্ডা ছড়াচ্ছে। এতে জনগণ এবং উভয়পক্ষের নেতাকর্মীরাই আহত হচ্ছেন।

ব্রিটিশ টেলিগ্রাফকে কুক বলেন, ‘বর্তমানে আমরা এমন একটা সময় অতিক্রম করছি যখন সবচেয়ে বেশি পঠিত সংবাদের ওপর জোর দেয়া হচ্ছে। আর এর ওপর ভিত্তি করেই কিছু লোক নিজের অবস্থান ভালো করছেন। তবে সে সব সংবাদ কতটুকু বিশ্বাসযোগ্য ও সত্য তা আলোচনার দাবি রাখে।’

তার দাবি, ‘এ প্রক্রিয়ায় মানুষের মন ও মানসিকতাকে হত্যা করা হচ্ছে।’

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সীমান্তে যৌন নির্যাতনের শিকার অবৈধ অভিবাসীরা
পরবর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত