পপুলার২৪নিউজ ডেস্ক: প্রথম ও একমাত্র ভারতীয় অধিনায়ক (পুরুষ ও নারী উভয় মিলে) হিসেবে দুই বিশ্বকাপের ফাইনালে দলকে তুলেছেন মিতালি রাজ। নারী ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ভারতীয় ক্রিকেটে নিঃসন্দেহে অন্যতম বড় তারকা এই রানমেশিন। এবার তাকে ভারতীয় পুরুষ দলের কোচ হিসেবে দেখতে চান বলিউড কিং শাহরুখ খান। ’টেড টকস ইন্ডিয়া: নায়ি সোচ’ নামে একটি টিভি শোতে এমন প্রত্যাশার কথা জানান তিনি।
শোতে অতিথি ছিলেন মিতালি। সঞ্চালক ছিলেন শাহরুখ। আলাপচারিতার একপর্যায়ে বলিউড বাদশাহ বলেন, একদিন আমি আপনাকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে দেখতে চাই। জবাবে ৩৫ বছরের নারী ক্রিকেটার বলেন, ‘আমি সবসময় আমার সর্বোচ্চটা উজাড় করে দিতে চাই।’
এ সময় ক্রিকেটের বাইরে নানা বিষয় নিয়ে কথা বলেন মিতালি। অবসরে তার নিত্যসঙ্গী বই। শুধু অবসরে বললে ভুল হবে। মাঠের চাপ থেকে মুক্ত থাকতে বই-ই তার পথপ্রদর্শক। তিনি বলেন, ‘প্রত্যাশার চাপ থেকে নিজেকে নির্ভার রাখতেই ম্যাচ চলাকালীন বা আগে আমি বই পড়ি। এটি শান্ত থাকতে এবং ভালো পারফরম করতে অনুপ্রেরণা জোগায়।’
গত আইসিসি নারী বিশ্বকাপে এক হাজার রান করা একমাত্র নারী ক্রিকেটার ছিলেন মিতালি।
তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম