মিউচ্যুয়াল ফান্ডগুলোর মেয়াদ বৃদ্ধির প্রভাব শেয়ারবাজারে

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
দেশের পুঁজিবাজার আগের দিনের ধারাবাহিকতায় বুধবারও সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আর আগে টানা চার কার্যদিবস সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। তবে বাজার সংশ্লিষ্টরা মনে করেন, মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বৃদ্ধির প্রভাব শেয়ারবাজারে পড়েছে। যার কারনে শেয়ারবাজারে লেনদেনও সূচক বৃদ্ধি পাচ্ছে। এদিকে দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা রক্ষার্থে সরকার বিদ্যমান মিউচ্যুয়াল ফান্ডগুলোর মেয়াদ আরো ১০ বছর বৃদ্ধির অনুমোদন দিয়েছে। বর্তমানে মিউচ্যুায়াল ফান্ডগুলোর বাজার মূল্য ৪ হাজার ৬০০ কোটি টাকা। সাম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আরো ১০ বছর মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এবিষয়ে পুঁজিবাজার বিশেষজ্ঞ বলেন, বর্তমান বাজারের তারল্য সংকট নিরসনে মিউচ্যুয়াল ফান্ডের এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে মিউচ্যুয়াল ফান্ডগুলো বাজারের ক্লান্তিকাল সাপোর্ট দিয়ে থাকে। পুঁজিবাজারে বর্তমানে প্রায় ৩৭টি মিউচ্যুয়াল ফান্ড রয়েছে যারা দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসাবে দায়িত্ব পালন করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধনওয়াজ ও তার মেয়েকে মুক্তি দেয়ার নির্দেশ আদালতের
পরবর্তী নিবন্ধডিএসইর লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে