মা-বাবার পাশেই শায়িত হবেন রাজীব

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

মাত্র আট বছর বয়সে মা ও ১৩ বছর বয়সে বাবাকে হারিয়ে ছোট দুই ভাই মেহেদি ও আবদুল্লাহকে নিয়ে নতুন করে জীবনযুদ্ধে নেমেছিলেন তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। তার এই জীবন সংগ্রামে কখনও খালার বাসায় থেকে, কখনও টিউশনি করে, কখনও বা পার্টটাইম কাজ করে নিজে পড়াশোনা করেছেন। অন্য দুই ভাইকেও বানিয়েছেন কোরআনের হাফেজ।

রাজীবের স্বপ্ন ছিল- বিসিএস দিয়ে শিক্ষা ক্যাডারে যাওয়ার। দেশের নামকরা শিক্ষক হওয়ার। ছোট দুই ভাইকে আরও পড়াশোনা করিয়ে বড় করার। কিন্তু সে স্বপ্ন আর বাস্তবায়ন করা হলো না তার।

রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানোর পর ১৩ দিন হাসপাতালের বেডে মৃত্যু সঙ্গে লড়ে শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হলো একুশ বছরের এই এতিমকে।

সোমবার দিনগত রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা রাজীবের মৃত্যু হয়। তার মরদেহ এখনও হাসপাতালেই রাখা হয়েছে।

রাজীবের মেজ খালা লিপি আকতার  জানান, হাসপাতালে সব প্রক্রিয়া শেষ করে মরদেহ নিয়ে যাওয়া হবে রাজীবের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। সেখানে তার বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হবে তাকে।

পূর্ববর্তী নিবন্ধচাল পাচার: ফিলিপাইনে ১১ বাংলাদেশি আটক
পরবর্তী নিবন্ধভোটের ৭ দিন আগে সেনা মোতায়েন দাবি বিএনপির