পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্য একটি অভিনব আইন প্রণয়ন করতে চলেছে। নতুন এ আইনের আওতায় সরকারি কর্মচারীরা তাদের বাবা-মায়ের দেখভাল না করলে বেতনের একটা অংশ কেটে মা-বাবাকে দেয়া হবে।
আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার রাজ্যের বাজেট পেশ করতে গিয়ে নতুন এ আইনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এ নতুন নিয়ম ২০১৭-১৮ অর্থবছর থেকেই চালু হবে। খবর হিন্দুস্থান টাইমসের।
হিমন্ত বলেন, ‘বয়স্ক মা-বাবার যত্ন নেয়া প্রত্যেক সন্তানের কর্তব্য। যদি কোনো সরকারি কর্মচারী সেটা না করেন তাহলে সরকারই তার বেতন কেটে নিয়ে সেই কর্তব্য পালন করবে।’
কর্মচারীদের বেতন থেকে যে অর্থ কাটা হবে, সেটা তার মা-বাবার ভরণপোষণের কাজেই ব্যয় করা হবে বলে সরকার জানিয়েছে।
ভারতের বিভিন্ন রাজ্যে ইদানীং মা-বাবাকে অবহেলা করার অভিযোগ বেড়েছে। দেখা যাচ্ছে, সন্তানদের যথেষ্ট আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও তারা অসুস্থ বাবা-মায়ের দিক থেকে নজর ফিরিয়ে নিয়েছেন।